ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঈদের মিলনে দূরত্ব ঘুচুক, গড়ে উঠুক শান্তির সমাজ: প্রধান উপদেষ্টা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ঈদের বাণী হলো পরস্পরের দূরত্ব ঘুচিয়ে সমঝোতার মাধ্যমে সামনে এগিয়ে যাওয়া। এই দিনটি আমাদের জন্য মহান আল্লাহর বিশেষ আশীর্বাদ।

সোমবার (৩১ মার্চ) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, "কোলাকুলির মাধ্যমে আমরা সবাইকে আপন করে নিই। ধর্ম আমাদের এটাই শেখায়। আজকের এই মিলনমেলায় আমরা যেন পরস্পরের প্রতি সহনশীল হই, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলি।"

তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, বর্তমান সময়ে সমাজের ঐক্য অত্যন্ত জরুরি। ঈদের এই দিনে আমরা যেন সব বিভেদ ভুলে গিয়ে শান্তির বাংলাদেশ গড়ার প্রত্যয় নিই। মানুষ যেন কোনো ভয় বা সংকোচ ছাড়াই মুক্ত মনে চলাফেরা করতে পারে।

প্রধান উপদেষ্টা আরও যোগ করেন, আমরা কেবল বাংলাদেশের জন্যই নয়, সারা বিশ্বের শান্তি কামনা করি। ঈদের এই পবিত্র দিনে আসুন আমরা সবাই মিলে একটি সহনশীল, সম্প্রীতিপূর্ণ সমাজ বিনির্মাণের অঙ্গীকার করি।

উল্লেখ্য, গতকাল চীন সফর শেষে দেশে ফেরার পর থেকেই জাতীয় ঐক্য ও উন্নয়নের বার্তা দিয়ে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আজকের এই বক্তব্যে তিনি সমাজের সব স্তরে শান্তি ও সম্প্রীতির প্রসার ঘটানোর তাগিদ দেন।


এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি